দেশজুড়ে

ময়মনসিংহের সেরা ১০ কলেজে ১০৯১ জিপিএ-৫

 

ময়মনসিংহ নগরীর প্রথম সারির ১০টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০৯১ জন। প্রতিবারের মতো এবারও শতভাগ পাস করে নিজেদের সুনাম ধরে রেখেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ ৩২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে।

Advertisement

ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করে। তাদের সঙ্গে যোগ দেন কলেজের শিক্ষকরাও।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এই কলেজে পাসের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।

ময়মনসিংহ ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে পাস করেছে ৫২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন।

Advertisement

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ১ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।পাস করেছে ১ হাজার ২৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২৫ জন।

আনন্দমোহন সরকারি কলেজ থেকে ৯৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৯৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন।

মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে ৯৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮৯ জন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ৮৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।

ময়মনসিংহ নটর ডেম কলেজ থেকে ১১৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ১০৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।

Advertisement

ময়মনসিংহ সরকারি কলেজ থেকে ৭৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৬২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

আলমগীর (মিন্টু) মেমোরিয়া কলেজ থেকে ৭৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে পাস করেছে ৬৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।

ময়মনসিংহ কমার্স কলেজ থেকে ৫৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

রকিবুল হাসান রুবেল/এমবিআর/এমএস