ঈশ্বরদী ও পাকশীতে দুটি সম্মেলনে ভূমিমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা এখনো এদেশে রয়ে গেছে। স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী বিএনপি-জামায়াত চক্র ঈশ্বরদীতে শেখ হাসিনার গাড়িতে গুলিবর্ষণসহ ১৯ বার হত্যার জন্য হামলা চালিয়েছে। বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী ও পাকশী শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে শনিবার লোকেসেডে ঈশ্বরদী শাখা ও শুক্রবার সন্ধ্যায় পাকশী হাসেম আলী মিলনায়তনে পাকশী শাখার পক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ওই হায়নাদের ছোবল থেকে শেখ হাসিনাকে রক্ষা করতে শ্রমিকলীগকে সজাগ থাকতে হবে। দেশে সব কিছুর বিস্তার ঘটলেও রেল লাইন সঙ্কুচিত হয়েছে। বেসরকারি ট্রেন চালাতে দেয়া হবে না। সরকারি ট্রেনকে প্রাধান্য দিতে হবে। রেলকে রক্ষা করতে না পারলে শ্রমিকের স্বার্থ রক্ষা হবে না।নগরবাড়ির পাটুরিয়া ঘাটে আরও একটি সেতু নির্মাণের ঘোষণা দিয়ে তিনি বলেন, যে লোক গণতন্ত্র, সাম্প্রদায়িকতা ও স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আগামিতে অতন্দ্র প্রহরি হিসেবে কাজ করতে হবে যাতে বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধি চক্র মাথা চাড়া দিতে না পারে।প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নেতা কর্মীর হাত দিয়ে কোনো আওয়ালীগ সদস্যের রক্তপাত হলে ওই হাত কেটে ফেলা হবে। পাকশী, ঈশ্বরদী ও মুলাডুলিতে ইতোমধ্যে আওয়ামী লীগের কর্মীর হাত দিয়ে নিজ দলের কর্মীর রক্তপাত করা হয়েছে। ঈশ্বরদী ও পাকশীতে গুণ্ডামি সন্ত্রাসী চাঁদাবাজি চলতে দেয়া যাবে না।দুটি সম্মেলনে উদ্বোধক ছিলেন শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. হুমায়ন কবীর, প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ হাবীবুর রহমান আকন্দ বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক ওয়ালী খান, আওয়ামী লীগ সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, আবুল কালাম আজাদ মিন্টু, বীরমুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা চান্না, এম রশিদুল্লাহ, হাবিবুল ইসলাম হব্বুল, মাহজেবিন শিরিন পিয়া, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গির আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। ঈশ্বরদী শাখার সম্মেলনে আবু তালেব মুন্সি ও পাকশী শাখার সম্মেলনে মঞ্জুরুল আলম রতন সভাপতিত্ব করেন। সম্মেলন শেষে ইকবাল হায়দারকে পাকশী শাখার সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রফিকুল ইসলাম স্বপনকে ঈশ্বরদী শাখার সভাপতি ও আসলাম উদ্দিন খান মিলনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়। আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি
Advertisement