বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমাধারী ও প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) কর্তৃক রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
Advertisement
বুধবার (১৭ জুলাই ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল অনুষদ ভবনের সামনে অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে তারা প্যারাভেটদের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানান।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এতে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. উদয় কুমার মহন্ত; এনাটমি, হিস্টোলজি অ্যান্ড ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম (রাসেল); প্যাথোলজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডা. আমিনা খাতুন; ডা. দেলোয়ার হোসেন, ডা. শাহ জুঙ্গী ইবনে করিম, ডা. নুসরাত জাহান, ডা. লিটা বিশ্বাস, ডা. এস.এম. আব্দুল্লাহসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে যারা ভেটেরিনারিতে স্নাতক করছেন তারাই রেজিস্ট্রেশন পাওয়ার দাবিদার। প্যারাভেটদের রেজিস্ট্রেশন প্রদান করলে মাঠ পর্যায়ে প্রাণী চিকিৎসা ক্ষেত্রে আরও বিশৃঙ্খলার সৃষ্টি হবে। নিজেদের তারা ডাক্তার ভাবতে শুরু করবে এবং সুযোগের অপব্যবহার করবে। তারা ভালোমতো না বুঝেই যত্রতত্র ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে। আমরা তাদের রেজিস্ট্রেশন বাতিলের জোর দাবি জানাই।
Advertisement
মো. রাকিব খান/জেডএ/পিআর