এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বিদেশি কেন্দ্রের পাসের হারও বেড়েছে। বুধবার (১৭ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
Advertisement
প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে মোট ২৭০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৫৪ জন। পাসের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশি কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ২৬৩ জন। পাসের হার ছিল ৯২ দশমিক ২৮ শতাংশ। বিদেশি প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা ছিল সাতটি। এর মধ্যে একটি কেন্দ্রে শতভাগ পাস করে।
এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সম্মিলিত পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এ ছাড়া এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন। ফলাফল বিশ্লেষণে ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার বেশি।
Advertisement
সাধারণ আট বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ।
গণভবনে বুধবার সকাল ১০টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ ছাড়া সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
পরীক্ষার্থীদের তালিকা অনুযায়ী, এ বছর ৯ হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ ছাত্রী।
গত ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২১ মে।
Advertisement
এনডিএস/এমকেএইচ