কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৪ শতাংশ। গত বছর এ পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ। এ বছর এই শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ৯৪৪ জন।
Advertisement
২০১৯ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় যাদের মধ্যে ৭৩ হাজার ৩৫৮ জন পাস করেছে।
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৮৮.৬৪ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৭২.৩৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩.৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বুধবার দুপুর ১টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
Advertisement
কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ