দেশজুড়ে

রাজশাহীতে পাসে মেয়েরা, জিপিএ-৫-এ এগিয়ে ছেলেরা

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১টায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামাণিক এ ফলাফল ঘোষণা করেন।

Advertisement

এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৭৬.৩৮ শতাংশ। যেখানে গত বছর পাসের হার ছিল ৬৬. ৫১ শতাংশ। গত বছরের চেয়ে এ বছর জিপিএ-৫ ও বেড়েছে। এ বছর রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭২৯ জন। গত বছর ছিল জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৩৮।

এ বছর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৩ হাজার ৫৪১ জন। আর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৩ হাজার ১৮৮ জন।

এছাড়া এ বছর ছাত্রের পাসের হার ৭২.৩২ শতাংশ এবং ছাত্রীর পাসের হার ৮১.২১ শতাংশ। চলতি বছর রাজশাহী শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ৫১ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

Advertisement

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমকেএইচ