আন্তর্জাতিক

গরুর মাংস রাখায় উত্তর প্রদেশের মাদরাসায় আগুন

গরু মাংস বহন বা গরু পাচারের ঘটনায় ভারতে একের পর এক হামলা, নির্যাতনের ঘটনা ঘটছে। এবার গরুর মাংস রাখার অভিযোগে উত্তর প্রদেশের একটি মাদরাসায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

Advertisement

এর আগেও মাদরাসার শিক্ষার্থীদের উপর হামলার হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি ফতেপুর জেলার ওই মাদরাসায় গরুর মাংস পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে।

এমন অভিযোগে ওই মাদ্রাসার দেওয়াল ভেঙে দেয়া হয়। বেহতা গ্রামে অবস্থিত ওই মাদরাসায় তান্ডব চালানো হয়। এমনকি মাদরাসায় আগুনও ধরিয়ে দেওয়া হয়। কিন্তু দ্রুত পুলিশ ঘটনাস্থলে চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন মাদরাসার শিক্ষার্থীরা। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। মাদরাসায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। গ্রামে টহল দেয়া হচ্ছে। এই ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

টিটিএন/এমকেএইচ