দেশজুড়ে

সাজানো বাবাসহ আটক রোহিঙ্গা তরুণী

পাসপোর্ট করতে এসে সাজানো বাবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে সন্ধ্যায় মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

সাজানো পিতা আমির হোসেন (৫২) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাককুম পাড়ার ফজর আলীর ছেলে ও রোহিঙ্গা তরুণী ছেনুয়ারা বেগম (২১) উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের কামাল উদ্দিনের মেয়ে।

জিজ্ঞাসাবাদে আমির হোসেন জানান, তার (আমির হোসেনের) ফাতেমা খাতুন নামে একটি মেয়ে রয়েছে। ছেনুয়ারাকে নিজের মেয়ে সাজিয়ে পাসপোর্ট বানাতে ফাতেমার সব ডকুমেন্ট উপস্থাপন করেন।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম জানান, মঙ্গলবার আমির হোসেন নামে এক ব্যক্তি এক তরুণীকে নিজের মেয়ে পিরচয় দিয়ে তার পাসপোর্ট করতে আসে। এ সময় উভয়ের কথাবার্তায় সন্দেহ হয় তাদের কর্মকর্তাদের। তখন জিজ্ঞাসাবাদে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। এরপর সদর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে উভয়কে আটক করে নিয়ে যায়।

Advertisement

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দিয়ে উভয়কে কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএমজেড/এমকেএইচ