বিনোদন

ফাঁকা মাঠে গোল দিতে চাই না : অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রে ববিতা, শাবানা, মৌসুমী, শাবনূরের পর রূপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী অবন্তি বিশ্বাস অপু। গেলো ঈদে সর্বশেষ শাহীন সুমন পরিচালিত `লাভ ম্যারেজ` ছবিটি সুপারহিট হওয়ায় এখনো পর্যন্ত হালের নাম্বার ওয়ান চিত্রনায়িকার তকমাটা অপুর দখলেই। ব্যাখ্যাটা অপু বিশ্বাস নিজেই দিলেন। তার হাতে রয়েছে প্রায় হাফ ডজন বিগ বাজেটের ছবি। এর মধ্যে `রাজাবাবু`, `রাজা ৪২০`, `মাই ডার্লিং`, `সম্রাট : দ্য কিং ইজ হেয়ার`, `রাজনীতি`, `বাজিকর` ইত্যাদি। এছাড়া আরো কিছু ছবিতে কাজের ব্যাপারে কথা চলছে, জাগো নিউজের সাথে আলাপকালে এমনটাই জানালেন তিনি।ক্যারিয়ারের প্রথম দিকের কথা স্মরণ করে অপু বলেন, `প্রথম সময়ে না বুঝেই অনেক কাজ করেছি তবে আমার কাজে দর্শক হতাশ হননি। যদি হতাশ হতেন তবে হয়তো আজকে এই অবস্থানে এসে দাঁড়াতে পারতাম না।` তিনি বলেন, `একটা সময় কাজ করতে করতে নিজেকে ডুবিয়ে ফেলি এবং যখন বুঝলাম দর্শক আমাকে চাচ্ছেন তখন প্রায় এক বছর ক্যামেরার আড়ালে ছিলাম এবং ঐ সময়ে নিজেকে শারীরিকভাবে ফিট করেই আবারো ফিরে এসেছি। দর্শকদের ভালোবাসা আছে বলেই এটা সম্ভব হয়েছে।`অপু বিশ্বাসের বেশিরভাগ ছবির নায়ক শাকিব খান। সুতরাং শাকিবের বাইরে অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের উত্তরে অপু বললেন, `শাকিবের বাইরে অবশ্যই ছবি করবো। আমাকে দর্শক যেভাবে চাইবে সেভাবেই কাজ করবো। দর্শক আমাকে অনেক বড় জায়গা করে দিয়েছেন। তাই দর্শক আমার কাছ থেকে ভালো ভালো ছবি প্রত্যাশা করে। আমি আগেও কখনো গতানুগতিক ধারার ছবিতে কাজ করিনি, ভবিষ্যতেও করব না। দর্শকদের জন্য অভিনয় করি। অভিনয় করেই যাবো। তাছাড়া নির্মাতারা যদি শাকিবের বাইরে কাউকে বিগ বাজেট দিয়ে ছবি নির্মাণ করতে আগ্রহী হন এবং আমার চিন্তা-চেতনার সাথে মিলে যায় তবে অবশ্যই অন্য নায়কদের সাথে কাজ করবো।`এদিকে ঈদে মুক্তি পেতে যাচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত `রাজাবাবু` ছবিটি। এটি নিয়েও অপুর উচ্ছ্বাসের শেষ নেই। তিনি বলেন, `আগে ছবি মুক্তি পাওয়ার আগে অনেক টেনশন হতো। কী জানি কী হয়! কিন্তু এখন আমি পাকাপোক্ত হয়ে গেছি। এক কথায় আমি আশাবাদী `রাজাবাবু` ছবিটি নিয়ে`। আলাপের এক ফাঁকে অপু বললেন, `এখন চলচ্চিত্রের সুদিন ফিরতে শুরু করেছে। তাছাড়া চলচ্চিত্রে কাজের প্রতিযোগিতা ফিরে এসেছে। আমি এটাকে সাধুবাদ জানাই। প্রতিযোগিতা না থাকলে কাজের প্রতি আন্তরিকতা থাকে না। ফাঁকা মাঠে গোল দিতে চাই না, হাড্ডাহাড্ডি লড়াই হলে প্রকৃত খেলোয়াড় চেনা যায়। সুতরাং আমি চাইবো প্রত্যেকের মাঝে আরো প্রতিযোগিতার মনোভাবটা সৃষ্টি হোক`।এদিকে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে হালের এই সেনসেশন বলেন, `ভালো কাজ করতে চাই। সব সময় চেষ্টা করি আজকের থেকে কালকের কাজগুলো আরো বেশি ভালো হয়। দর্শকরা আমাকে যেভাবেই চাইবেন সেভাবেই পর্দায় হাজির হবো। এজন্য সবার দোয়া আর ভালোবাসা চাই`।এইচএন/আরআইপি

Advertisement