অর্থনীতি

পলিস্টার স্ট্যাপল ফাইবার উৎপাদন করবে দেশবন্ধু গ্রুপ

দেশে প্রথমবারের মত তৈরি পোশাক শিল্পের অন্যতম কাঁচামাল পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করবে দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফাইবার লিমিটেড। এক হাজার কোটি টাকা বিনিয়োগে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত উদ্যোক্তা প্রতিষ্ঠান কেমটেক্স, ইউএসএ সঙ্গে যৌথ উদ্যোগে এ কারখানা স্থাপন করা হবে।শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান দুইটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দেশবন্ধু গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান এবং কেমটেক্স, ইউএসএ এর পক্ষে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সিন মা চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, পলিস্টার স্ট্যাপল ফাইবার তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল। ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে এখাতে বিনিয়োগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।আমির হোসেন আমু বলেন, সারা দেশে সমানভাবে উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার। সিরাজগঞ্জেও এ ধরনের অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। বাঘাবাড়িতে পলিস্টার স্ট্যাপল ফাইবার কারখানা স্থাপন সুষম উন্নয়নের উদ্যোগ জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটে দেশবন্ধু ফাইবার লিমিটেড প্রকল্প বাস্তবায়ন করা হবে। ৩০ একর জমির ওপর এ প্রকল্প স্থাপন করা হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে এটি পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে। এর মাধ্যমে প্রত্যক্ষভাবে দুই হাজার এবং পরোক্ষভাবে ন্যূনতম আরো ছয় হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পটি পুরোদমে চালু হলে, বছরে এক লাখ ২০ হাজার মেট্রিক টন পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করা সম্ভব হবে।উল্লেখ্য, পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) দেশিয় স্পিনিং মিলগুলোর প্রধান কাঁচামাল। দেশে বর্তমানে এর বার্ষিক চাহিদা তিন লাখ মেট্রিক টন। স্পিনিং মিলগুলো চাহিদার শতভাগ আমদানি করে থাকে। ফলে পিএসএফ আমদানিখাতে বছরে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। নতুন এ কারখানা চালু হলে, অভ্যন্তরীণ উৎপাদন থেকে মোট চাহিদার শতকরা ৪০ ভাগ যোগান দেয়া সম্ভব হবে। এর ফলে স্পিনিং মিল মালিকরা আমদানি মূল্যের চেয়ে শতকরা ২০ ভাগ কমে দেশিয় পলিস্টার স্ট্যাপল ফাইবার পাবেন। এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।এসআই/এএইচ

Advertisement