ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষা বর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামীকাল রোববার থেকে শুরু হয়েছে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন পাওয়া তিনটি বিষয়ের ভর্তি কার্যক্রম এই সেশন থেকেই শুরু হবে বলে জানা গেছে। রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু আগামীকাল ১৩ সেপ্টেম্বর থেকে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এই সেশন থেকেই যাত্রা শুরু হবে নতুন তিনটি বিষয়ের। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ৭ সেপ্টেম্বর নতুন দুইটি বিভাগের অনুমোদন দেন। নতুন দুটি বিভাগ হলো লোক সাহিত্য ও মার্কেটিং। এছাড়াও রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগকে বিভক্ত করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালুর অনুমোদন দিয়েছে ইউজিসি। শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় লোক সাহিত্য বিভাগে ৮০টি, মার্র্কেটিং বিভাগে ৭৫ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৭৫টি করে আসন নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যায়। এছাড়াও লোক সাহিত্য বি, মার্কিটিং জি এবং রাষ্ট্রবিজ্ঞান সি ইউনিটের অর্ন্তভুক্তি করার সিন্ধান্ত হয়। গত শুক্রবার নতুন অনুমোদন পাওয়া তিনটি বিষয়ের সভাপতি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ইংরেজি বিভাগের শিক্ষক ও উপ-উপাচার্য অধ্যাপক মো. শাহিনুর রহমান লোক সাহিত্য বিভাগের সভাপতি হিসেবে, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক জাকারিয়া রহমান মার্কেটিং বিভাগের এবং রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক রাকিবা ইয়াসমিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।ভতি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd জানা যাবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুল লতিফ জাগো নিউজকে বলেন, ভর্তি আবেদন শুরুর সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা কাল থেকেই ভর্তি আবেদন করতে পারবেন। ইউজিসি থেকে তিনটি বিষয়ের অনুমোদন পেয়েছি। নতুন সেশন থেকেই এ বিষয়গুলোর শিক্ষা কার্যক্রম শুরু হবে।এমএএস/আরআইপি
Advertisement