জাতীয়

ঢাকার ভোটাররা নিবন্ধনের জন্য কখন, কোথায় যাবেন

চলতি মাসের ৩ তারিখ থেকে ঢাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এটি চলবে ২৩ জুলাই পর্যন্ত। এবার যাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদের নিবন্ধনের কাজ ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। 

Advertisement

মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, আগেই তথ্য নেওয়ায় ঢাকা মহানগরীর ওয়ারি, সূত্রাপুর ও ডেমরা থানা বাদে বাকি অংশে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর ২৯ জুলাই থেকে এসব নাগরিকের নিবন্ধন করার কার্যক্রম শুরু হবে। ঢাকার কোন এলাকার ভোটাররা কোথায় নিবন্ধন সম্পন্ন করবেন তার তালিকা ঠিক করেছে কমিশন। 

কোন এলাকার ভোটাররা কোথায় ভোটার নিবন্ধন করবেন তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এইচএস/এসএইচএস/পিআর

Advertisement