খেলাধুলা

ম্যানইউ’র সাথে ডি গিয়ার নতুন চুক্তি

সকল নাটকের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সাথেই চার বছরের জন্য চুক্তি নবায়ন করলেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। অথচ তাকে দলে নিতে দলবদলের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।নতুন চুক্তি প্রসঙ্গে ইউনাইটেড তাদের অফিসিয়াল টুইটার এ্যাকাউন্টে জানিয়েছে, ডেভিড ডি গিয়া ক্লাবের সাথে আরো চার বছরের জন্য নতুন চুক্তি করেছে। তবে চুক্তির শর্তাবলীতে এই মেয়াদ আরো বাড়ানোর এখতিয়ার রয়েছে।এদিকে নতুনভাবে দলের সাথে যোগ হতে পেরে ২৪ বছর বয়সী ডি গিয়া বলেছেন, ইউনাইটেডের সাথে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি দারুন উচ্ছসিত। অসাধারণ সমর্থকদের পাশাপাশি দারুন কিছু সতীর্থদের সাথে খেলাটা আমি সবসময়ই উপভোগ করি। ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিশেষ ক্লাব। আর ওল্ড ট্রাফোর্ড আমার ক্যারিয়ার উন্নত করার জন্য আদর্শ একটি ক্লাব।ডি গিয়ার এই চুক্তি নবায়নে ম্যানচেস্টারের ম্যানেজার লুইস ফন গালও সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, বিশ্ব ফুটবলে সে অন্যতম সেরা একজন গোলরক্ষক। আরো কয়েক বছরের জন্য ক্লাবের অংশ হতে পারায় আমি দারুন খুশী। গত মৌসুমে ক্লাবের সাফল্যে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত দুই মৌসুম ধরে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবর সে জিতে নিয়েছে।এমআর

Advertisement