বাংলাদেশ রেলওয়ের যাত্রী এবং রেলওয়ের পাশ দিয়ে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রায় (১,৪১২টি) সব লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও কাঁটাতারের বেড়া নির্মাণ করার জন্য মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট পাঁচজনকে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে।
Advertisement
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রেল লাইনের ওপর লেভেল ক্রসিং না থাকায় ট্রেনের ধাক্কায় বিয়ের মাইক্রোবাসের ভেতরে থাকা বর-কনেসহ ১০ জন নিহত হওয়ার ঘটনার পর এই নোটিশ পাঠানো হলো। সোমবার (১৫ জুলাই) মর্মান্তিক ওই দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৬ জন।
মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, রেলের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শকের প্রতি এই নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে ডাক ও রেজিস্ট্রিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূ্ঁইয়া নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করা হলে রিট করা হবে, বলে উল্লেখ করা হয়েছে।
Advertisement
নোটিশে বলা হয়, গত ১৫ জুলাই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিয়ের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ১০ জন নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ৬ জন। দেশের বিভিন্ন রেলক্রসিংয়ে প্রতিদিন দুর্ঘটনায় অনেকের প্রাণহানি ঘটছে। বর্তমানে রেলের ১,৪১২টি লেবেল ক্রসিং রয়েছে। এর মধ্যে মাত্র ৪৬৬টি লেবেল ক্রসিংয়ে গেটম্যান আছে। বাকি ৯৪৬টিতে গেটম্যান না থাকায় সেগুলো অরক্ষিত রয়েছে।
‘রেল আইন ১৮৯০ এর ১৩ ও ১২৮ ধারায় রেলের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ রয়েছে। তারপরও লেভেল ক্রসিং অরক্ষিত অবস্থায় রয়েছে। জনসাধারণের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে,’ উল্লেখ করা হয়েছে নোটিশে।
এফএইচ/জেডএ/পিআর
Advertisement