সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এবং স্পাইনাল কড ইনজুরি ডেভলপমেন্ট অব বাংলাদেশের (সিডাপ) যৌথ উদ্যোগে বরিশালে নিরাপদ সড়ক চাই দাবিতে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়া ব্যক্তিদের নিয়ে মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজডের (সিআরপি) সহায়তায় শনিবার বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিডাপের বিভাগীয় সভাপতি তানিয়া আক্তার।সভায় বক্তব্য রাখেন, সিআরপির বিভাগীয় সমন্বয়কারী বিলাস ফলিয়া, সিডাপের সদর উপজেলা সভাপতি প্রান্তোষ বৈদ্য ও সাধারণ সম্পাদক মনি আক্তার।এছাড়া সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করা এক সময়ের পরিবহন চালক আল-আমিন এবং মো. রুবেল পথসভায় তাদের দুর্বিষহ জীবনের বর্ণনা দিয়ে সবাইকে নিয়ম মেনে সড়কে চলাচলের আহ্বান জানান।পথসভা উপলক্ষে বাস টার্মিনালের শ্রমিকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ছাড়াও পঙ্গু হওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগানের ফেস্টুন প্রদর্শন এবং সড়কে চলাচলের নিয়মাবলী সম্পর্কে পথচারী ও শ্রমিকদের ধারণা দেন।সাইফ আমীন/এমজেড
Advertisement