বিশ্বকাপে ফেবারিট হিসেবে শিরোপা জয়ের আশা নিয়ে গিয়ে এবারও ব্যর্থ ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় তারা। পরপর দুই বিশ্বকাপে একই স্থান থেকে বিদায় নেয়ার পর পুরো দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
Advertisement
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি এই ব্যর্থতার দায় নিজের কাধে নিলেও তাতে সন্তুষ্ট হতে পারছেন না ভারতীয় সমর্থকরা। অনেকেই দাবি করেছেন তাকে এই পদ থেকে অব্যাহতি দেয়ার। তার বদলে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়ার আহ্বানও জানান তারা। সন্তুষ্ট নন হেড কোচ রবি শাস্ত্রির কাজেও।
নিউজিল্যান্ডের কাছে হারের পরপরই ভারতের কোচিং স্টাফ থেকে পদত্যাগ করেন দুই ট্রেনার শঙ্কর বসু ও প্যাট্রিক ফারহার্ট। তাই তাদের জায়গা পূরণ করতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সঙ্গে নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তিও দিচ্ছে তারা। ফলে পদ হারাতে যাচ্ছেন হেড কোচ রবি শাস্ত্রি।
বিসিসিআইয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী এক দু’দিনের মধ্যেই বোর্ডের ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে। সাপোর্ট স্টাফ ছাড়াও টিমের ম্যানেজার পদের জন্যও আবেদন জমা নেওয়া হবে।’
Advertisement
সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর হেড কোচ হিসেবে রবি শাস্ত্রিকে নিয়োগ দেয় বিসিসিআই এবং বাকি কোচিং স্টাফসহ তার সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে সংস্থাটি। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তাদের চুক্তির মেয়াদ আরও ৪৫ দিন বাড়িয়ে দেয় তারা। নিশ্চিত হয়ে যায় তাদের অধীনেই আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে নামবে ভারত।
আগামী ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবীয়দের বিপক্ষে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আর এই সিরিজ দিয়েই শেষ হচ্ছে দলটির সঙ্গে রবি শাস্ত্রির সম্পর্ক। তবে চুক্তি শেষ হলেও নতুন নিয়োগে পুনরায় আবেদন করতে পারবেন এই কোচ এবং বাকি কোচিং স্টাফরা। সেই সুযোগও আছে।
এএইচএস/এসএএস/পিআর
Advertisement