বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০১৮-১৯ অর্থবছরে রফতানি আয়ে লক্ষ্যমাত্রা ছিল ৪৪ বিলিয়ন ডলার। এ হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে আয় হয়েছে ৫ দশমিক ৩৯ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরের রফতানি আয় ছিল ৪১ বিলিয়ন ডলার। তবে এ প্রবৃদ্ধিটা আমরা ১৫ শতাংশে নিয়ে যেতে চায়।
Advertisement
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালের সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরে রফতানি আয়ে লক্ষ্যমাত্রার অতিরিক্ত অর্জন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে পণ্য ও সেবা রফতানি করে ৪৬ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। রফতানির এই আয় ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ বেশি।
তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরের পর প্রথমবারের মতো ২০১৮-১৯ অর্থবছরে দ্বিগুণ ডিজিট প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
Advertisement
এমইউএইচ/এমএসএইচ/এমএস