দেশজুড়ে

নরসিংদীতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

নরসিংদীর শিবপুরে পুকুরে বিষ ঢেলে সাত লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়নের খৈনকুট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় মৎস্য অধিদফতর ও থানা পুলিশকে অবহিত করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক। এদিকে পুকুরে মাছ মরে ভেসে উঠার খবরে গ্রামের শত শত মানুষ পুকুর পাড়ে ভিড় জমান।জানা যায়, খৈনকুট গ্রামের কৃষক হাবিবুর রহমান ফরাজী ৫০ শতাংশ জমির উপর পুকুর কেটে রুই, কাতল, তেলাপিয়া কইসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে পুকুরে খাবার দিয়ে তিনি বাড়িতে যান। সকালে এসে দেখেন পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে। পরে বিষয়টি স্থানীয় মৎস্য অধিদফতর ও থানা পুলিশকে অবহিত করেন পুকুর মালিক।মাছ মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্থ কৃষক হাবিবুর রহমান ফরাজী। তিনি জাগো নিউজকে বলেন, কৃষি কাজ করে জীবনের সব সঞ্চয় দিয়ে পুকুর করেছি। মাছের খাবার সরবরাহ করার জন্য ঋণ নিয়েছি। দুর্বৃত্তরা এক রাতেই আমার সাত লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে।অপর চাষি নূরুজ্জামান জাগো নিউজকে জানান, দীর্ঘদিন মাছের চাষ করে আসছি। কিন্তু এভাবে পুকুরে সকল মাছ মরেতে দেখিনি। কখনো কখনো অক্সিজেনের অভাব হলে ৫/১০টা মাছ মরে ভেসে উঠে। তিনি অভিযোগ করে বলেন , পুকুরে গ্যাস ঢেলে দেয়ার কারণেই একসঙ্গে এতো মাছ মারা গেছে।সঞ্জিত সাহা/এমজেড

Advertisement