ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় ১১৮ পরীক্ষার্থীর মধ্যে সব বিষয়ে পাস করেছেন মাত্র একজন পরীক্ষার্থী।
Advertisement
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দর্শন বিভাগের ফলাফলে দর্শনের ভূমিকা বিষয়ে ১০১ জন এবং সাধারণ নীতিবিদ্যা বিষয়ে ৯০ জন শিক্ষার্থী ফেল করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, খাতার অবমূল্যায়নের ফলেই এভাবে গণহারে ফেল করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বারবার সমস্যা সমাধানের কথা বলা হলেও কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি৷
ইডেন মহিলা কলেজের ২০১৭-১৮ সেশনের দর্শন বিভাগের ছাত্রী আল্পনা ফেরদৌসী বলেন, বিনা নোটিসে আমাদের ওপর নতুন নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে, যা আমাদের জন্য ভোগান্তির কারণ হচ্ছে। এ ছাড়া আমাদের গণহারে ফেল করানো হয়েছে৷ একটি বিভাগের সবাই তো ফেল করার মতো ছাত্রী না, তাহলে গণহারে ফেল কেন?
Advertisement
উল্লেখ্য, সাত কলেজের সামষ্টিক ফলাফলে দর্শন বিভাগে সবচেয়ে বেশি ফলাফল বিপর্যয় ঘটেছে। সাত কলেজে দর্শন বিভাগে পাসের হার ২৭.৬৩ শতাংশ।
এনএফ/পিআর