লর্ডসে পর্দা নেমেছে বিশ্বকাপের দ্বাদশ আসরের। এবারের বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস এক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ওই ম্যাচ জয়ের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা উচিঁয়ে ধরেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান।
Advertisement
এবারের বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ডলার, অর্থ্যাৎ ৮৪ কোটি ৬৩ লাখ টাকার প্রাইজমানি ধরা হয়েছে। এর মধ্যে বিজয়ী দলের জন্য প্রাইজমানি হচ্ছে ৪০ লাখ ডলার (বাংলাদেশি মূদ্রায় ৩৩ কোটি ৮৫ লক্ষ ২০ হাজার টাকা)। রানারআপ দলের জন্য প্রাইজ মানি হচ্ছে চ্যাম্পিয়নদের অর্ধেক। ২০ লাখ ডলার (বাংলাদেশি মূদ্রায় ১৬ কোটি, ৯২ লক্ষ, ৬০ হাজার টাকা)।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের প্রাইজমানি হচ্ছে ৮ লাখ ডলার করে (বাংলাদেশি মূদ্রায় ৬ কোটি, ৭৭ লক্ষ, ৪ হাজার টাকা করে)। গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার করে (৩৩ লাখ ৮৫ হাজার ২০০ টাকা)।
ম্যাচ বাতিল কিংবা টাই হলে সেই টাকা (২০ হাজার ডলার করে) ভাগ করে দেয়া হয়েছে উভয় দলের মধ্যে। এছাড়া গ্রুপ পর্ব থেকে যে ৬টি দল সেমিতে উঠতে পারেনি, তারা অংশগ্রহণ বাবদ পেয়েছে ১ লাখ ডলার (৮৪ লাখ ৬৩ হাজার টাকা) করে।
Advertisement
এবারের বিশ্বকাপে মোট প্রাইজ মানি
পর্ব
প্রাইজ মানি (ডলার)
মোট (ডলার)
Advertisement
মোট টাকায়
চ্যাম্পিয়ন
৪০০০০০০
৪০০০০০০
৩৩৮৫২০০০০
রানারআপ
২০০০০০০
২০০০০০০
১৬৯২৬০০০০
সেমিফাইনালিস্ট
৮০০০০০
১৬০০০০০
১৩৫৪০৮০০০
গ্রুপ পর্বে জয়
৪০০০০
১৮০০০০০
১৫২৩৩৪০০০
গ্রুপ পর্ব থেকে যারা বিদায় নিয়েছে
১০০০০০
৬০০০০০
৫০৭৭৮০০০
সর্ব মোট
১০০০০০০০
৮৪৬৩০০০০০
এক নজরে জেনে নিন, সব মিলিয়ে প্রতিটি দল প্রাইজমানি থেকে পেয়েছে কত টাকা করে...
১. ইংল্যান্ডগ্রুপ পর্বে : জয় : ৬, টাই : ০গ্রুপ পর্বে জয়ের প্রাইজমানি : ৬*৪০০০০ =২৪০০০০ ডলার (২০৩১১২০০ টাকা)চ্যাম্পিয়ন প্রাইজ মানি : ৪০ লাখ ডলার (৩৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ৪২ লাখ ৪০ হাজার ডলার (৩৫ কোটি ৮৮ লাখ ৩১ হাজার ২০০ টাকা)
২. নিউজিল্যান্ডগ্রুপ পর্বে : জয় : ৫, টাই : ১গ্রুপ পর্বে জয়ের প্রাইজমানি : ৫*৪০০০০ + ২০০০০ =২২০০০০ ডলার (১৮৬১৮৬০০ টাকা)রানারআপ প্রাইজ মানি : ২০ লাখ ডলার (১৬ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ২২ লাখ ২০ হাজার ডলার (১৮ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা)
৩. ভারতগ্রুপ পর্বে : জয় : ৭, টাই : ১গ্রুপ পর্বে জয়ের প্রাইজমানি : ৭*৪০০০০ + ২০০০০ =৩০০০০০ ডলার (২৫৩৮৯০০০ টাকা)সেমিফাইনালিস্ট (হেরে যাওয়া) প্রাইজমানি : ৮ লাখ ডলার (৬ কোটি ৭৭ লাখ ৪ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ১১ লাখ ডলার (৯ কোটি ৩০ লাখ ৯৩ হাজার টাকা)
৪. অস্ট্রেলিয়াগ্রুপ পর্বে : জয় : ৭, টাই : ০গ্রুপ পর্বে জয়ের প্রাইজমানি : ৭*৪০০০০ =২৮০০০০ ডলার (২৩৬৯৬৪০০ টাকা)সেমিফাইনালিস্ট (হেরে যাওয়া) প্রাইজমানি : ৮ লাখ ডলার (৬ কোটি ৭৭ লাখ ৪ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ১০ লাখ ৮০ হাজার ডলার (৯ কোটি ১৪ লাখ ৪০০ টাকা)
৫. পাকিস্তানগ্রুপ পর্বে : জয় : ৫, টাই : ১গ্রুপ পর্বের জয়ের প্রাইজমানি : ৫*৪০০০০ + ২০০০০ = ২২০০০০ ডলার (১৮৬১৮৬০০ টাকা)গ্রুপ পর্বে অংশগ্রহণের (বিদায় নেয়া দলগুলোর) প্রাইজমানি : ১ লাখ ডলার (৮৪ লাখ ৬৩ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ৩ লাখ ২০ হাজার ডলার (২ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৬০০ টাকা)
৬. শ্রীলংকাগ্রুপ পর্বে : জয় : ৩, টাই : ২গ্রুপ পর্বের জয়ের প্রাইজমানি : ৩*৪০০০০ + ৪০০০০ = ১৬০০০০ ডলার (১৩৫৪০৮০০ টাকা)গ্রুপ পর্বে অংশগ্রহণের (বিদায় নেয়া দলগুলোর) প্রাইজমানি : ১ লাখ ডলার (৮৪ লাখ ৬৩ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ২ লাখ ৬০ হাজার ডলার (২ কোটি ২০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)
৭. দক্ষিণ আফ্রিকাগ্রুপ পর্বে : জয় : ৩, টাই : ১গ্রুপ পর্বের জয়ের প্রাইজমানি : ৩*৪০০০০ + ২০০০০ = ১৪০০০০ ডলার (১১৮৪৮২০০ টাকা)গ্রুপ পর্বে অংশগ্রহণের (বিদায় নেয়া দলগুলোর) প্রাইজমানি : ১ লাখ ডলার (৮৪ লাখ ৬৩ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ২ লাখ ৪০ হাজার ডলার (২ কোটি ৩ লাখ ১১ হাজার ২০০ টাকা)
৮. বাংলাদেশগ্রুপ পর্বে : জয় : ৩, টাই : ১গ্রুপ পর্বের জয়ের প্রাইজমানি : ৩*৪০০০০ + ২০০০০ = ১৪০০০০ ডলার (১১৮৪৮২০০ টাকা)গ্রুপ পর্বে অংশগ্রহণের (বিদায় নেয়া দলগুলোর) প্রাইজমানি : ১ লাখ ডলার (৮৪ লাখ ৬৩ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ২ লাখ ৪০ হাজার ডলার (২ কোটি ৩ লাখ ১১ হাজার ২০০ টাকা)
৯. ওয়েস্ট ইন্ডিজগ্রুপ পর্বে : জয় : ২, টাই : ১গ্রুপ পর্বের জয়ের প্রাইজমানি : ২*৪০০০০ + ২০০০০ = ১০০০০০ ডলার (৮৪৬৩০০০ টাকা)গ্রুপ পর্বে অংশগ্রহণের (বিদায় নেয়া দলগুলোর) প্রাইজমানি : ১ লাখ ডলার (৮৪ লাখ ৬৩ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ২ লাখ ডলার (১ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা)
১০. আফগানিস্তানগ্রুপ পর্বে : জয় : ০, টাই : ০গ্রুপ পর্বের জয়ের প্রাইজমানি : ০গ্রুপ পর্বে অংশগ্রহণের (বিদায় নেয়া দলগুলোর) প্রাইজমানি : ১ লাখ ডলার (৮৪ লাখ ৬৩ হাজার টাকা)মোট প্রাইজ মানি : ১ লাখ ডলার (৮৪ লাখ ৬৩ হাজার টাকা)
এমএইচবি/আইএইচএস/জেআইএম