সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত মাইক্রোবাসের ১১ আরোহীর দাফন সম্পন্ন হয়েছে।
Advertisement
মঙ্গলবার বেলা ১১টার থেকে বাদ জোহর পর্যন্ত সিরাজগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, রামগাতি, কালিয়া হরিপুর, সয়াধানগড়া, দিয়ার ধানগড়া ঈদগাহ ও এনায়েতপুর গুচ্ছগ্রামের ঘাটিনা ঈদগাহ মাঠ ও রায়গঞ্জের উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামে পৃথকভাবে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে উত্তর কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বর রাজন শেখ (২২), বরের মামাতো ভাই শিশু আলিফ বায়েজিদ (৮) ও চুনিয়াহাটি কাজীপাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে ভাসা সেখকে (৫৫) কালিয়া হরিপুর করবস্থানে, বরযাত্রী শহরের রামগাতি মহল্লার আব্দুল মতির ছেলে আব্দুস সামাদ (৫০), তার ছেলে শাকিল (২০), সয়াধানগড়া মহল্লার সুরুত আলীর ছেলে হেলপার আব্দুল আহাদ সুজন (২১) ও দিয়ারধানগড়া মহল্লার আলতাফ হোসেনের ছেলে শরীফুল ইসলামকে (২৬) পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানে, চালক স্বাধীনকে (৪৫) পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানে, রায়গঞ্জ উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামের আলম শেখের ছেলে খোকনকে (৩৫) কৃষ্ণদিয়ার পারিবারিক কবরস্থানে এবং উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর সেখের মেয়ে নব বিবাহিত সুমাইয়া খাতুন (১৮) ও তার ভাবি মমতা বেগমকে (৩৫) এনায়েতপুর গুচ্ছগ্রামের ঘাটিনা কবরস্থানে দাফন করা হয়েছে।
পৃথক সাতটি জানাজায় আশপাশের বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশ নেন। এ সময় তাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো মৃতদেহগুলো দেখতে শত শত মানুষ ভিড় জমান।
Advertisement
এসব জানাজায় পৃথকভাবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, পৌর কাউন্সিলর ময়নুল হক, কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ডাব্লিউ সেখ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইউসুফ দেওয়ান রাজু/এমএমজেড/এমবিআর/জেআইএম/এমএস