অর্থনীতি

ঢাকা-কাঠমান্ডু রুটে আসছে নতুন ফ্লাইট

বিমানের পর এবার কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনা করবে হিমালয় এয়ারলাইন্স। আগামী ২২ জুলাই অপারেশনে আসবে এয়ারলাইন্সটি। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন-শনি, সোম ও বুধবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে হিমালয় এয়ারলাইন্স।

Advertisement

সোমবার (১৫ জুলাই) নেপালের রাষ্ট্রদূত বিজয় শ্রেষ্ঠের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান হিমালয় এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যান্ড সার্ভিস ইমপ্রুভমেন্ট বিভাগের প্রধান উজ্জ্বল ঢালি।

নেপালের বেসরকারি এয়ারলাইন্স হিমালয়ের এটি ষষ্ঠ রুট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরে কাঠমান্ডু রুটে এটি হবে দ্বিতীয় কোনো এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে সপ্তাহে সাতদিন ফ্লাইট পরিচালনা করে আসছে। যার অধিকাংশই বোয়িং ৭৩৭।

পর্যটনের দেশ হওয়ায় বিপুল পর্যটক ও ব্যবসায়ী ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে চলাচল করে। হিমালয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, ঢাকা- কাঠমান্ডু রুট হবে হিমালয় এয়ারলাইন্সের ষষ্ঠ লাভজনক রুট।

Advertisement

আরএম/এসআর/জেআইএম