হাতে মোবাইল নিয়ে নিজের ঘরের বিছানায় বসে কাজ করছিল ১১ বছরের এক কিশোরী। আচমকা সে দেখে, হাতের ফোনটি থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। তৎক্ষনাৎ ফোনটি বিছানায় ছুড়ে ফেলে দেয়। মোবাইলের মাধ্যমে বিছানায় থাকা কম্বলে আগুন লাগে।
Advertisement
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে ঘটেছে এই ঘটনা। ঘটনার শিকার ওই কিশোরী বলে, ‘আমি বিছানায় বসে ফোনটি ব্যবহার করছিলাম। ঠিক তখনই আমার ফোনে আগুনের ফুলকি চোখে পড়ে। আমি তৎক্ষণাৎ ফোনটি কম্বলের উপর ছুড়ে ফেলে দিই। তারপর সেটি জ্বলতে শুরু করে।’
নাম প্রকাশে ওই কিশোরীর মা মারিয়া আদাতা অ্যাপলের সাপোর্ট সেন্টারে ফোন করে অভিযোগ জানালে পুড়ে যাওয়া ফোনটির ছবি তুলে স্থানীয় খুচরা ব্যবসায়ীর কাছে সেটি জমা দিতে বলা হয়। আইফোন কর্তৃপক্ষ বলছে, ‘আনঅথরাইজ (অনুমোদনহীন) চার্জিং কেবল এবং চার্জার ব্যবহারের কারণে আগুন লাগতে পারে।’
আরও পড়ুন> রানি ঘুমাচ্ছিলেন, চোর ঢুকল ব্রিটিশ রাজপ্রাসাদে
Advertisement
কিশোরীর মা আরও অভিযোগ তুলে বলেন, ‘আমার মেয়ের বড় তো যেকোনো ধরনের বড় ক্ষতি হয়ে যেতে পারত। যদি তার হাতে থাকা অবস্থায় ফোনটিতে আগুন লাগতো তাহলে তো ওর শরীর পুড়ে যেতে পারত। আমি ভাগ্যবান যে আমার মেয়ে এখনও সুস্থ আছে।’
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের তৈরি ‘সর্বাধুনিক’ আইফোনে আগুন লাগার অভিযোগ এটাই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক বাসিন্দার পিছনের পকেটে থাকা আইফোন বিষ্ফোরিত হওয়ার খবর পাওয়া যায়। ফোনটি মাত্র তিন সপ্তাহ ব্যবহার করেছিলেন তিনি।
এসএ/এমএস
Advertisement