আন্তর্জাতিক

ভারতে মুসলিম নিপীড়ন ‘অত্যন্ত উদ্বেগজনক’ : যুক্তরাজ্য

সংখ্যালঘু মুসলিমদের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের ঘটনায় ভারতের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য। দেশটির ছায়া মন্ত্রিসভার এক সদস্য ভারতে মুসলিমদের ওপর সহিংস আক্রমণের ঘটনায় তদন্ত চালাতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ‘ভয়াবহ উদ্বেগজনক পরিস্থিতি’ ঠেকাতে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এই মন্ত্রী।

Advertisement

ব্রিটেনের লেচেস্টারের দক্ষিণের একটি আসনের লেবার দলীয় এমপি জোনাথন অ্যাশওয়ার্থ দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের কাছে চিঠি লিখে ভারতে মুসলিম নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে তিনি বলেছেন, এই ইস্যুতে ভারত সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না।

চিঠিতে জোনাথন লিখেছেন, ‘আমার আসনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মাধ্যমে আমি ভারতে চলমান সহিংস হামলার ব্যাপারে জেনেছি। এ ঘটনা তদন্তের পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমির প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : ‘চরিত্র’ নিয়ে সন্দেহ, প্রেমিকাকে মাথা থেঁতলে হত্যা

Advertisement

বিট্রেনের ছায়া মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী জোনাথন বলেছেন, ‘ভারতের পরিস্থিতি চরম উদ্বেগজনক; সেখানে উদ্দেশ্যপ্রণোদিত ধর্মীয় হত্যাকাণ্ড, হামলা, দাঙ্গা, বৈষম্য, ভাঙচুর এবং সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের চর্চার অধিকারের ওপর কঠোর বিধি-নিষেধ রয়েছে।’

‘আমার সাংবিধানিক আসনের বাসিন্দারা উদ্বিগ্ন যে, ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা মোকাবেলায় ভারতীয় সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।’

জোনাথনের এই চিঠির জবাবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ভারতে সংখ্যালঘু মুসলিম নিপীড়নের ঘটনায় পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য ভারত সরকারের সঙ্গে কাজ করছি। আমাদের মুসলিম তরুণ ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে ১৫০ জন তরুণ ও ২০ জন শিক্ষককে নিয়ে কাজ চলছে। এই প্রকল্প ভারতের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে চালু রয়েছে।

আরও পড়ুন : আলোচনায় বসতে ট্রাম্পকে শর্ত দিলেন রুহানি

Advertisement

গত মাসে ভারতের ঝাড়খণ্ড প্রদেশে এক মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে দেশটির উগ্রপন্থী হিন্দুরা। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ঝাড়খণ্ডের ওই ঘটনায় তিনি ব্যথিত এবং অপরাধীরা কঠোর শাস্তি পাবে। একই সঙ্গে দেশটিতে যেকোনো ধরনের সহিংসতা কিংবা অপরাধ আইনী উপায়ে দমন করা হবে বলে জানান তিনি।

সূত্র : ডিএনএ ইন্ডিয়া।

এসআইএস/এমএস