রিভলভার ও গুলিসহ রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহম্মেদকে (৪৫) আটক করেছে র্যাব-১৩ এর একটি দল। শুক্রবার রাতে নগরীর রেলস্টেশন পশ্চিম কলোনির একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর শনিবার সকালে থানায় সোপর্দ করা হলে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।র্যাব-১৩ এর এএসপি দোলন মিয়া জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নেতৃত্বে র্যাবের একটি দল পশ্চিম রেল কলোনির জনৈক রেনু বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় মদ্যপরত অবস্থায় রসিক কাউন্সিলর রাজুসহ তার অপর এক সহযোগী নগরীর দেওডোবা এলাকার গোলজার হোসেনের ছেলে ফারুক হোসেনকে (৩৫) আটক করা করা হয়। পরে রাজুর শরীর তল্লাসি করে ৭.৬ মিলিমিটার সাইজের একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে র্যাব। তিনি আরো জানান, রাতে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে কোতয়ালি থানায় ওই দু’জনকে সোপর্দ করা হয়ছে। এ ঘটনায় র্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, আটকদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।জিতু কবীর/এমএএস/এমএস
Advertisement