খেলাধুলা

বাচ্চাদের খেলাধুলায় আসতে বারণ করলেন নিশাম!

টানা দুই বিশ্বকাপের ফাইনালে হার, স্বাভাবিকভাবেই বিপর্যস্ত-বিধ্বস্ত নিউজিল্যান্ড শিবির। বিশ্বকাপ শিরোপাটা তাদের কাছে যেন এত কাছে, তবু এত দূরে। টানা দুই ফাইনাল হারের শোক কিছুতেই যেন কাটিয়ে উঠতে পারছে না তারা।

Advertisement

নিউজিল্যান্ডের হারে সবচেয়ে বেশি শোকাহত সম্ভবত দলটির অলরাউন্ডার জিমি নিশাম। ইংল্যান্ডের কাছে শিরোপা খুইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টগুলো ইতোমধ্যেই আলোচনার সৃষ্টি করেছে।

জয়ের খুব কাছে গিয়েও সুপার ওভারে হেরে তিনি এক টুইট বার্তায় জানান, ‘হারটা আসলেই বেশ কষ্টকর। আশাকরি আগামী এক দশকে হয়তো এক বা দুইদিন পাবো যখন আমার মনে এই খেলার শেষ আধা ঘন্টার কথা মনে আসবে না। ইংল্যান্ডকে অভিনন্দন, তারা যোগ্য।’

এর কিছুক্ষণ পরই বাচ্চাদের উদ্দেশে বিশেষ করে যারা খেলাধুলায় আসতে আগ্রহী তাদের জন্য নিশাম লেখেন, ‘বাচ্চারা তোমরা খেলাধুলায় এসো না। বেকারি অথবা অন্য কিছু শুরু করো। ষাট বছর বয়সে খুশি ও মোটা অবস্থায় মারা যাও।’

Advertisement

যদিও এই প্রথম নয়। এর আগে খেলাধুলার প্রতি অন্যকে নিরুৎসাহী করতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। কিছুদিন আগে ক্রিকেট নিয়ে নিজের হতাশার কথা ব্যক্ত করতে গিয়ে নিশাম জানান, ‘ক্রিকেটের জন্য আপনি ১০ হাজার বল অনুশীলন করে মাঠে নামবেন। পড়ে দেখা গেল, প্রথম বলেই ক্যাচ তুলে আউট হয়ে গেলেন। তখন মনে হয় এসব কষ্টই বৃথা।’

এসএস/পিআর