আন্তর্জাতিক

গাফিলতিতে গরুর মৃত্যু : যোগীর রাজ্যে ৮ কর্মকর্তা বরখাস্ত

একটি সরকারি অস্থায়ী গোশালায় এক সপ্তাহে ৩৫টি গরু মারা যাওয়ার ঘটনায় রাজ্যের ৮ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘটনায় শোকজ করা হয়েছে রাজ্যের আরও তিন উচ্চ পদস্থ কর্মকর্তাকে।

Advertisement

গত সপ্তাহে উত্তরপ্রদেশের কনৌজ জেলায় অনাহারে মারা গিয়েছে প্রায় ১২টি গরু। এরপরই প্রয়াগরাজের একটি অস্থায়ী গোশালায় মারা গেছে প্রায় ৩৫টি গরু। এরপরই গবাদিপশুদের প্রতি অযত্ন, কাজে গাফিলতির দায়ে রাজ্যের ৮ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

কীভাবে এক সপ্তাহের মধ্যে এতগুলো গবাদি পশুর মৃত্যু হলো সে বিষয়ে রোববার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শাসককে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন যোগী আদিত্যনাথ।

জেলা শাসক ভানুচন্দ্র গোস্বামী জানান, বাজ পড়েই এই গরুগুলো মারা গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রয়োজনে পশুপালন আইন এবং পশু সুরক্ষা আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

Advertisement

টিটিএন/পিআর