এক্সিম ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসি কাজে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে মানি লন্ডারিং ও সন্ত্রাসি কাজে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ এর ডেপুটি হেড ম. মাহ্ফুজুর রহমান।আক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য মানি লন্ডারিং ও সন্ত্রাসি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) এর মিউচুয়াল ইভ্যালুয়েশনকে সামনে রেখে এ কর্মশালার আয়োজন করে এক্সিম ব্যাংক।এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এক্সিম ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান শেখ মঈন উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুনীরুজ্জামানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।প্রশিক্ষণ কর্মশালায় এক্সিম ব্যাংকের সব শাখার মানি লন্ডারিং প্রতিরোধ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়।এসআই/এসকেডি/আরআইপি
Advertisement