রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করার দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বিভাগের শিক্ষার্থীরা।শনিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রকৌশলী অনুষদের অন্তর্ভুক্ত ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে দুটি আলাদা আালাদা বিভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল। এ দুটি বিভাগের পড়ালেখা একই রকম। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এ দুটি বিষয় একসঙ্গে পড়ানো হয় না। যদি নতুন করে ‘ইইই’ বিভাগ খুলতেই হয় তাহলে ‘এপিইই’ বিভাগকেই ইইই বিভাগে পরিবর্তন করার দাবি জানায় শিক্ষার্থীরা।বক্তারা আরো বলেন, আমরা অসহিংসভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবো। দাবি মেনে নেয়া না হলে অনশন কর্মসূচিও পালন করবে বলে জানান তারা।বিভাগের শিক্ষার্থী আহসান ইমরানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ওমর ফারুক, মাসুমুল হাসান, খন্দকার এহমাদুর রহমান. আজাদুর রহমান প্রমুখ।তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিভাগের সভাপতি প্রফেসর শেখ এনায়েত উল্লাহর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।রাশেদ রিন্টু/এসএস/এমএস
Advertisement