সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে যে-ই অনিয়ম করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
Advertisement
রোববার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের কী নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে, কোনো অনিয়ম যেন না হয়। যে-ই অনিয়ম করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছি।’
Advertisement
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের ভাতাপ্রাপ্তি সহজ করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা- এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে জানতে চাইলে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা এ ধরনের রোগীদের ৫০ হাজার টাকা দেই। আগে ঢাকা থেকে এ টাকা দেয়া হতো। কিন্তু টাকা প্রাপ্তি সহজ করার জন্য এখন জেলায় জেলায় ডিসিদের মাধ্যমে বিতরণ করব। সভা করে এক মাসের মধ্যেই ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘ভাতাভোগীরা যেন সুষ্ঠুভাবে ভাতা পান সেজন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ভাতাও দিয়ে থাকে।’
ডিসিরা বিভিন্ন সমস্যার কথা বলেছেন, তাদের সেগুলো সমাধানে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান নুরুজ্জামান আহমেদ।
রাজনৈতিক কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে ব্যাঘাত ঘটে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিকভাবে দরিদ্রদের, দুস্থদের কাজে ব্যাঘাত ঘটুক সেটা প্রধানমন্ত্রী চান না।’
Advertisement
রাজনৈতিক বিবেচনায় অনেকে ভাতা পান না, এমন অভিযোগ রয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় অনেকে ভাতা পায় না, এমন অভিযোগ সঠিক নয়। আমরা গরিব দুস্থ সবাইকে, সে বিএনপি-আওয়ামী লীগ যে দলের হোক তাদের ভাতা দিচ্ছি।’
আরএমএম/এনডিএস/পিআর