স্বাস্থ্য

১৮ দিন আগেই ডেঙ্গু আক্রান্তের রেকর্ড ভঙ্গ!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুনে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ১ হাজার ৭৫৯ জন ভর্তি হন। এর আগে পাঁচ মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৩৮, ১৮, ১৭, ৫৮ ও ১৯৩ জনসহ মোট ৩২৪ জন। কিন্তু চলতি মাসের প্রথম ১৩ দিনেই ১ হাজার ৭৫৯ জন আক্রান্তের সর্বোচ্চ সংখ্যার রেকর্ড ভেঙে গেছে।

Advertisement

আরও পড়ুন>> ৬ মাসে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড এ মাসেই ছাড়িয়ে যাবে!

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আজ (১৩ জুলাই) পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৯১৫ জন। এ হিসেবে চলতি মাসে গড়ে প্রতিদিন ৬ জনেরও বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৫২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ২১ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৬ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২৩ জন, বিজিবি হাসপাতালে দুজন ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৮০ জন ভর্তি হন।

Advertisement

এমইউ/এমএসএইচ