দেশজুড়ে

কুড়িগ্রামে ৬০ কেজি গাজাসহ আটক ৩

কুড়িগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে ৬০ কেজি গাজাসহ ৩ জনকে আটক করেছে। এ সময় গাজা পরিবহনের ট্রাকটিও (ঢাকা মেট্রো-ট-১৬৭৮৬৫) আটক করা হয়। উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।     আটকরা হলেন, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের আব্দুল সফিউদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২২), ট্রাক চালক নাটোরের গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে নজিবুর রহমান (২০) ও ট্রাকের হেলপার একই এলাকার মোজাম্মেল হকের ছেলে মোতালেব (৩৫)। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. রুহানী জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে শহরের ত্রিমনি বাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় নাগেশ্বরী থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬৭৮৬৫) থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১২টি গাজার প্যাকেট উদ্ধার করা হয়। এর ওজন ৬০ কেজি। বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। ট্রাক চালক নজিবুর রহমান জাগো নিউজকে জানান, ১৫ হাজার টাকার চুক্তিতে সে গাজার চালান বগুড়া নিয়ে যাচ্ছিল। ট্রাকের মালিক নাটরের মোজাম্মেল। নাজমুল হোসেন/এসএস/এমএস

Advertisement