দেশজুড়ে

শিকলে বেঁধে কর্মচারী নির্যাতন, গ্রেফতার ১

সুনামগঞ্জের ছাতক উপজেলায় শিকলে বেঁধে দোকান কর্মচারীকে নির্যাতনের ঘটনায় ময়না মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জাউয়াবাজারের তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ময়না মিয়া উপজেলার খিদ্রাকাপন গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি জাউয়াবাজারে ওয়ালটন কোম্পানির ডিলার। ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, লক্ষাধিক টাকা পাওনার অভিযোগ এনে গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে জাউয়াবাজার এলাকার একটি তালাবদ্ধ দালানের দোতলায় শিকলে বেঁধে রেখে বিশাল তালুকদার (২৭) নামে এক কর্মচারীকে নির্যাতন করে ময়না মিয়া ও তার সহযোগীরা। পরবর্তীতে খবর পেয়ে রাতেই ওই কর্মচারীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে নির্যাতনকারীরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।নির্যাতিত বিশাল তালুকদার জেলার ধর্মপাশা উপজেলার বাখরপুর গ্রামের কামিন্দ্র তালুকদারের ছেলে। এ ঘটনায় থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মুতালিব বাদি হয়ে ময়না মিয়াসহ তার অপর দুই সহযোগীকে আসামি করে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।এসএস/এমএস

Advertisement