গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৪১টি প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়, যা আগের সপ্তাহের সমান। এ প্রতিষ্ঠানগুলোর ৬২ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ৪ কোটি ৭১ হাজার টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৮৮ লাখ ১৬ হাজার টাকা।
Advertisement
ব্লকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল লাইফ, এসকে ট্রিমস, আরএসআরএম স্টিল, বাংলাদেশ সাবমেরিন কেবলস, নাভানা সিএনজি, গ্রামীণফোন, আইসিবি ইসলামী ব্যাংক, সিনো বাংলা, ইবনে সিনা,সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, এসিআই।
এ ছাড়া রয়েছে রানার অটোমোবাইল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফেডারেল ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সায়হাম কটন, অগ্রণী ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, ইস্টার্ন ক্যাবলস, আনোয়ার গ্যালভানাইজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, বঙ্গজ, সিলকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, প্রাইম ফার্স্ট ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। কোম্পানিটির ২৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসির ৭ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ কোটি ৬০ হাজার টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
Advertisement
এ ছাড়া ইসলামী ব্যাংকের ৩ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ২ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা, ন্যাশনাল লাইফের ২ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার টাকা, এসকে ট্রিমসের ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার টাকা এবং আরএসআরএম স্টিলের ১ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে।
বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৯৭ লাখ ৬০ হাজার টাকা, নাভানা সিএনজির ৬৪ লাখ ৫০ হাজার টাকা, গ্রামীণফোনের ৫৪ লাখ ৮৬ হাজার টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের ৫৪ লাখ টাকা এবং সিনো বাংলার ৫০ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
এককভাবে ৫০ লাখ টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইবনেসিনার ৪৮ লাখ ৫৮ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪২ লাখ টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ২৯ লাখ ৯৩ হাজার টাকা, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৮ লাখ ৫০ হাজার টাকা, বারাকা পাওয়ারের ২৭ লাখ ৯১ হাজার টাকা, দুলামিয়া কটনের ২৫ লাখ ৫২ হাজার টাকা, এসিআইয়ের ২২ লাখ ৩২ হাজার টাকা এবং রানার অটোমোবাইলের ২০ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এককভাবে ব্লক মার্কেটে ৪০ লাখ টাকার কম লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে- প্রাইম টেক্সটাইলের ৩৫ লাখ টাকা, সিনো বাংলার ৩১ লাখ ৭২ হাজার টাকা, এশিয়ার ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৬১ হাজার টাকা, বারাকা পাওয়ারের ২৭ লাখ টাকা, বিবিএস ক্যাবলসের ২২ লাখ ৬২ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ২২ লাখ ৪৩ হাজার টাকা এবং ডরিন পাওয়ারের ২১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Advertisement
বাকি প্রতিষ্ঠানগুলোর এককভাবে ২০ লাখ টাকার কম লেনদেন হয়েছে। এর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৯ লাখ ৯৬ হাজার টাকা, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৪৫ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ১৮ লাখ ১৭ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৪০ হাজার টাকা, রূপালী ইন্স্যুরেন্সের ১৩ লাখ ২০ হাজার টাকা, সায়হাম কটনের ১২ লাখ ৫০ হাজার টাকা, অগ্রণী ইন্স্যুরেন্সের ১২ লাখ ১০ হাজার টাকা এবং শাহজিবাজার পাওয়ারের ১১ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এ ছাড়া ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯ লাখ টাকা, রিজেন্ট টেক্সটাইলের ৮ লাখ ২৫ হাজার টাকা, ইস্টার্ন কেবলসের ৭ লাখ ৪০ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ লাখ ৪৭ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ ২৪ হাজার টাকা, বঙ্গজের ৫ লাখ ৪৬ হাজার টাকা, সিলকো ফার্মার ৫ লাখ ২৬ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৫ লাখ ২৫ হাজার টাকা, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ২৩ হাজার টাকা, প্রাইম ফার্স্ট ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ২২ হাজার টাকা এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
এমএএস/এমআরএম/এমকেএইচ