তিন বছরের ছেলেকে বন্দুকে গুলি লোড করার কৌশল শিখিয়ে দিচ্ছেন ভারতীয় এক বাবা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ।
Advertisement
ভিডিওতে দেখা যায়, রিভলভারে কীভাবে বুলেট লোড করতে সেই কৌশল ছোট্ট ছেলেকে শিখিয়ে দিচ্ছেন ওই ব্যক্তি। পরে ব্যারেল পয়েন্ট-সহ বন্দুকটি ছেলের হাতে তুলে দেন তিনি।
পুলিশ বলছে, ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রে দরিদ্র শিশুদের জন্য একটি দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন ওই ব্যক্তি। অস্ত্র ব্যবহারের লাইসেন্স রয়েছে তার।
আরও পড়ুন : পর্যটক ভিসার ফি বাড়াল নেপাল
Advertisement
মহারাষ্ট্র পুলিশের উপপরিদর্শক বি পনধারে ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, এটা লাইসেন্সকৃত পিস্তল। ওই ব্যক্তি আমাদের কাছে প্রাসঙ্গিক সব নথি পাঠিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।ওই ব্যক্তি পুলিশকে বলেছেন, ছেলে খুব উৎসুক ছিল। তবে বন্দুকের নিরাপত্তা ব্যবস্থা ঠিক ছিল।
এসআইএস/পিআর