দেশজুড়ে

৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ৪ বাংলাদেশি নারী-পুরুষকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে। শুক্রবার রাত ৮ টার দিকে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠায়। ফেরত আসা বাংলাদেশিরা হলেন, খুলনা জেলার পাইকগাছা সদরের শেফালি (৪৫),  সুবাস সরদার (৪৮), মাগুরা জেলার সদর থানার রেখা রানী (৫০) ও তার স্বামী রবীন্দ্রনাথ সরদার (৫৩)।ফেরত আসা বাংলাদেশিরা জাগো নিউজকে জানান, মামুন নামে একজন পাচারকারী তাদের প্রত্যেকের কাছ থেকে তিনি হাজার পাঁচশত টাকা নিয়ে বেনাপোলের গাতিপাড়ার অবৈধ পথে ভারত পাঠায়। তারা ভারত সীমান্তে গেলে বিএসএফ ধরে ক্যাম্পে নিয়ে যায়।বেনাপোল আইসিপি ক্যাম্পে নিয়ে আসা ভারতীয় বিএসএফের নারী সদস্য গিরিবালা সিংহ এবং প্রমিলা ঘোষ জাগো নিউজকে জানান, তারা অবৈধ পথে ভারতের জয়ন্তীপুর গেলে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে শুক্রবার দুপুরে।২৬ বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আয়ূব আলী বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।জামাল হোসেন/এসএস/এমএস

Advertisement