খেলাধুলা

লর্ডসে ফাইনালকে সামনে রেখে অনুশীলনে কিউইরা

এই নিউজিল্যান্ডকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। অথচ এই দলটিই এখন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে, টুর্নামেন্টের ফাইনালে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেমির যুদ্ধে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে এখন আলোচিত-আলোড়িত দল নিউজিল্যান্ড। সবার দৃষ্টি এখন কেন উইলিয়ামসনদের দিকে।

Advertisement

রোববার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে কিউইরা শিরোপা লড়াইয়ে নামবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। যে ম্যাচকে সামনে রেখে লর্ডসে ঘাম ঝরানো প্রস্তুতি চলছে উইলিয়ামসন-গাপটিল-বোল্টদের।

ভারতকে হারানোর পর মাঝে ১১ জুলাই বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে আজ ১২ জুলাই শুক্রবার সাত সকালেই অনুশীলনে হাজির নিউজিল্যান্ড দল। স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) লর্ডসের প্র্যাকটিস কমেপ্লেক্সে অনুশীলন শুরু করেছে কিউইরা। প্র্যাকটিস চলেছে বেলা ১টা পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।

অনুশীলন শেষে মিডিয়ার সামনে মুখোমুখি হবেন নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টেড। সঙ্গে থাকবেন দলের কোনো একজন খেলোয়াড়। ফাইনাল নিয়ে দলের লক্ষ্য, পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন তারা।

Advertisement

বিশ্বকাপের গত আসরেই (২০১৫) সবাইকে অবাক করে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল কিউইরা। অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়। টানা দ্বিতীয় ফাইনালে এসে কি আক্ষেপ ঘুচবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।

এআরবি/এমএমআর/পিআর