দেশের শিল্প-বাণিজ্যকে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে এগিয়ে নিতে ব্যবসায় বিপণন পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে জোর দিতে ব্যবসায়-প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন।
Advertisement
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিপণন পেশাজীবীদের এক সম্মেলনের উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ মার্কেটার ইনিস্টিটিউটের আয়োজনে দেশের ব্যবসায় বিপণনখাতের শিক্ষক, ছাত্র এবং পেশাজীবীদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী বলেন, ‘প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক বিপণন কৌশল আধুনিকায়ন হচ্ছে। প্রথাগত বাণিজ্য কৌশলে নতুন গ্রাহকদের কাছে পণ্য পৌঁছানো কঠিন হয়ে পরবে, যদি না বিপণন পেশাজীবীদের সময়োপযোগী দক্ষতা উন্নয়ন না হয়।’
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, দেশের বিপণনখাতে সংশ্লিষ্ট সবার জন্য ‘মার্কেটিং ডে’ বড় উদযাপন হিসেবে পরিচিত পেয়েছে। ব্যবসায় শিক্ষার অন্যতম শাখা বিপণন। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটছে বিপণন কৌশলের। তাই সংশ্লিষ্টদের বাজারের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষিত করে গড়ে তোলা জরুরি।’
Advertisement
এমএইচ/এসআর/পিআর