ক্যাম্পাস

ঢাবির ওয়েবসাইট হ্যাকড : সাইবার-৭১’র বিরুদ্ধে মামলা

হ্যাকড হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটি (www.du.ac.bd ) এখনো চালু হয়নি। তবে এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হ্যাকার ‘সাইবার-৭১’ এর বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেছে। জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী।তিনি আরো জানান, শাহবাগ থানায় হ্যাকরদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। হ্যাকারদের মধ্য থেকে একজনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না।শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হ্যাকারদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। হ্যাকারদের মধ্যে একজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।মামলাটি শনিবার ডিবিতে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েব প্রোগ্রামার-কাম ওয়েব মাস্টার মোস্তাক আহমেদ বলেন, ‘সাইটটি বৃহস্পতিবার থেকে আপডেটের করার চেষ্টা চলছে। তবে এখনও ঠিক করা সম্ভব হয়নি। সাইটটিতে ভিজিট করলে ‘ওয়েবসাইট আন্ডার মেইনটেনেন্স মুড’ লেখা আসছে। শনিবারের মধ্যে ঠিক করা সম্ভব হবে।# ঢাবির ওয়েবসাইট হ্যাক করলো সাইবার ৭১এমএইচ/আরএস

Advertisement