মাঝ আকাশে হঠাৎ করেই বিমানে ঝাঁকুনি শুরু হয়। এতে কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে। তীব্র ঝাঁকুনির কারণে এয়ার কানাডার ওই বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।
Advertisement
বিমানটিতে ২৮৪ জন আরোহী ছিলেন। এটি ভ্যানকুভার থেকে সিডনির উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু মাঝ আকাশে হঠাৎ করেই সমস্যার সম্মুখীন হওয়ায় বিমানটি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে জরুরি অবতরণ করে।
বৃহস্পতিবার ওই দুর্ঘটনার পর ৩০ জনকে হনুলুলুর হাসপাতালে নেয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নয়জনের আঘাত গুরুতর। এয়ার কানাডার তরফ থেকে জানানো হয়েছে, বোয়িং ৭৭৭-২০০ জেট বিমানটিতে হঠাৎ করেই তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এরপরেই বিমানটি জরুরি অবতরণ করে।
সংস্থাটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার যাওয়ার জন্য নতুন ফ্লাইটের যাত্রা শুরুর আগে তারা বিমানের যাত্রীদের জন্য বেশ কিছু হোটেলে থাকার ব্যবস্থা করছেন।
Advertisement
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৬ টা ৪৬ মিনিটে ওই বিমানটি হাওয়াই অঙ্গরাজ্যে অবতরণ করে। ওই ফ্লাইটে থাকা জেফ স্মিথ নামের এক আরোহী বলেন, বিমানে প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিল। ঝাঁকুনিতে আমরা ছাদের সঙ্গে ধাক্কা খাচ্ছিলাম। সব কিছু পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল লোকজন উড়ে যাচ্ছে।
টিটিএন/এমকেএইচ