জাতীয়

মক্কায় ক্রেন দুর্ঘটনা : নিহত বাংলাদেশির সংখ্যা নিয়ে বিভ্রান্তি

সৌদিতে ক্রেন ভেঙ্গে দুর্ঘটনায় হতাহতদের মধ্যে মোট কতজন বাংলাদেশি রয়েছেন তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার তিন ঘণ্টা পরও (রাত ২টা পর্যন্ত) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনার পক্ষ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি হজ ব্যবস্থাপনার পোর্টালেও সৌদি আরবের এই দুর্ঘটনা সম্পর্কে কোন তথ্য প্রকাশিত হয়নি।এর আগে রাত পৌনে ১১টার দিকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামালের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, হজ সংক্রান্ত অন্য কাজে ব্যস্ত আছেন। আপনার মতো আরো একজন মক্কায় ক্রেন ভেঙ্গে পড়ার তথ্য জানিয়েছেন। আমরা সৌদিতে অবস্থানরত আইটি বিশেষজ্ঞদের মাধ্যমে হজ সংক্রান্ত সব খবর নিয়ে থাকি কিন্তু এখনও কোনো খবর পাইনি।পরে আবার যোগাযোগ করা হলে তিনি জানান, মক্কাসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে বালু ঝড় হচ্ছিল। পরবর্তীতে প্রবল বৃষ্টিপাতের সময় হেরেম শরীফের ওপর ক্রেন ভেঙ্গে পড়ে। তবে বাংলাদেশিদের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।এদিকে রাত ১২্টায় হজ অ্যাজেন্সিস অব বাংলাদেশ (হাব) সভাপতি ইব্রাহিম বাহার মক্কায় অবস্থানরত হাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ও অফিস ম্যানেজার আবদুল বাকির বরাত দিয়ে জানান, তিনি ২৫ জন আহত হওয়ার কথা শুনেছেন। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে আবদুল বাকি নিশ্চিত নন।রাত সোয়া ১টার দিকে তার সঙ্গে আবার যোগাযোগ করা হলে তিনি আবদুল বাকির বরাত দিয়ে নিহতের সংখ্যা ৪৫ জনে বৃদ্ধি পেয়েছে বলে জানান। তবে তথ্যটি সম্পর্কে তিনি নিশ্চিত নন বলেও জানান। বিবিসি তাদের প্রতিবেদনে মোট নিহতের সংখ্যা ৮৭ জন ও আহত ১৮০ জন বলে উল্লেখ করেছে।রাত ২টা ৫ মিনিটে পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামালের সঙ্গে আবারো যোগাযোগ করা হলে তিনি জানান, সর্বশেষ তিনি রাত সাড়ে ১২টায় মক্কায় বাংলাদেশি আইটি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলেন। তখন পর্যন্ত তারা নিহত বা আহতদের সম্পর্কে কোন তথ্যই জানাতে পারেনি। পরবর্তীতে কয়েকবার চেষ্টা করেও তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি।এদিকে সৌদি আরবে ক্রেন ভেঙে অর্ধশতাধিক হাজি হতাহতের ঘটনায় বাংলাদেশে তাদের স্বজনরা চরম দুঃশ্চিন্তায় পড়েছেন। হতাহতদের মধ্যে কেউ বাংলাদেশি রয়েছেন কি-না তা জানতে পরিবারের লোকজন সৌদিতে টেলিফোন ও মোবাইল করে যোগাযোগ করছেন। কিন্তু কেউ কোনো খোঁজ-খবর না পেয়ে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের সর্বশেষ খবর জানতে চাইছেন। তবে কেউ নিশ্চিত করে কোনো তথ্য না পেয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এ বছর ইতোমধ্যে প্রায় ৭৯ হাজার হজযাত্রী সৌদি আরব গেছেন। সরকারি বেসরকারি মিলিয়ে লক্ষাধিক হাজি এবার হজ পালন করবেন।# হাসপাতাল ছেড়েছেন মক্কায় আহত বাংলাদেশিরা# মক্কায় ক্রেন ধস, নিহত ৫২# মক্কায় ক্রেন ধস : নিহত শতাধিক (ভিডিও)# মক্কায় ক্রেন দুর্ঘটনা : নিহত বাংলাদেশির সংখ্যা নিয়ে বিভ্রান্তি এমইউ/আরএস

Advertisement