রাজনীতি

পরিস্থিতি অশান্ত করতেই শিবিরের গোপন বৈঠক : পুলিশ

রাজধানীর তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, বর্তমানে রাজধানীসহ সারাদেশে যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে তা অশান্ত করতেই শিবির গোপন বৈঠক শুরু করেছিল। তবে পুলিশ গোপনে জানতে পেরে তাদের সবাইকে গ্রেফতার করে।শুক্রবার রাতে তেজগাঁও থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় হোটেল গিভেন্সিতে গোপনে বৈঠক করার সময় ঢাকা বিজ্ঞান কলেজ শাখা শিবিরের সভাপতি আহসান উল্লাহ ও সেক্রেটারি কামরুল হায়দারসহ ৪১ জনকে আটক করেছে পুলিশ।সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কাল (শনিবার) তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেটের গিভেন্সি হোটেলের ১৩ তলায় স্কাই রেস্তোরায় অভিযান চালিয়ে যে ৪১ জনকে আটক করা হয়েছে তারা সবাই ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তবে সবার পরিচয় যাচাই-বাছাই করা যায়নি। এদের মধ্যে কয়েকজন শিবিরের কেন্দ্রীয় নেতাও রয়েছেন।আটকদের মধ্যে ঢাকা বিজ্ঞান কলেজ শাখা শিবিরের সভাপতি আহসান উল্লাহ ও সেক্রেটারি কামরুল হায়দার রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।|বিপ্লব কুমার সরকার দাবি করেন, শান্তিপূর্ণ পরিস্থিতিকে বিঘ্ন ও নাশকতা পরিকল্পনা করতেই তারা জড়ো হয়েছিলো।তেজগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সায়েন্স ইয়ুথ ক্লাব তেজগাঁও ডিভিশন আয়োজিত ‘ক্যারিয়ার লাইফ লাইন প্রোগ্রাম’ নামে এক অনুষ্ঠানে অংশ নিতে এই রেস্তোরায় এসেছিলেন তারা। ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, রেটিনা কোচিংয়ের সাজেশন, লিফলেট ও ভর্তি ফরম উদ্ধার করা হয়েছে।জেইউ/আরএস

Advertisement