টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন দল থেকে বহিস্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লতিফ সিদ্দিকী সমর্থক গোষ্ঠী আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, আওয়ামী লীগ আমাকে বহিস্কার করেছে, কিন্তু কালিহাতীর জনগণ আমাকে বহিস্কার করেনি। আমি আজ আওয়ামী লীগের কেউ না। তবে আমি মুজিব আদর্শের সৈনিক। শেখ হাসিনা আমার নেতা। আমি শেষ হয়ে যাইনি। আমি কালিহাতীর জনগণের ভালোবাসা নিয়ে আবার ফিরে আসবো। তবে এই ভাঙ্গা আসরে নয়।লতিফ সিদ্দিকী বলেন, আমি যাদের নেতা বানিয়েছি। ক্ষমতার বসিয়েছি, তারা আজ আমার সমাবেশে আসতে মানুষকে বাধা দেয়। তাদের বিচার এই কালিহাতীর মানুষই করবে। সমাবেশে কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লাসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে লতিফ সিদ্দিকী তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এমএএস/পিআর
Advertisement