জাতীয়

ভ্যাট দেবে শিক্ষার্থীরাই : মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট শিক্ষার্থীদেরই দিতে হবে।  তবে চলতি বছর দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বলরুমে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, এ বছর ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় যাতে এই ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে আদায় না করে, সেজন্য মনিটরিং করবে সরকার। আগামী বছর থেকে শিক্ষার্থীদেরই ভ্যাট দিতে হবে।  তিনি আরও বলেন, যেহেতু প্রথম বছর হিসেবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তাই আমরা তা মেনে নিয়েছি। এ বছর শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভ্যাট পরিশোধ করবে। কিন্তু পরবর্তী বছর থেকে শিক্ষার্থীদেরই ভ্যাট দিতে হবে। এ সময় বেসরকারি শিক্ষার্থীদের প্রতিদিনের ব্যয় এক হাজার টাকা উল্লেখ করে এর থেকে মাত্র ৭৫ টাকা ভ্যাট চাচ্ছেন বলে জানান মুহিত।এএইচ/পিআর

Advertisement