দেশজুড়ে

কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ধরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে ২০ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. গাজী (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।

Advertisement

আটক মো. গাজী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামের মো. আজাহার আলী আজা হুজুরের ছেলে।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে ভ্যানযোগে মালামাল পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ফেনী সদরের পাঁচগাছিয়া বাজার থেকে লালপুলের এলাকার দিকে যাচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের পার্শ্বে রেঙ্গুনী সুইটস অ্যান্ড বিরিয়ানী হাউস সংলগ্ন বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় পাঁচগাছিয়া বাজার হতে লালপুলগামী একটি ভ্যানকে তল্লাশির জন্য সংকেত দিলে ভ্যানের ড্রাইভার ভ্যানটিকে না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ভ্যানসহ মো. গাজীকে আটক করে।

তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদে ভ্যান তল্লাশি করে ২০ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৪ লাখ ৮২ হাজার ৫শ টাকা। আটক গাজী ও ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

রাশদেুল হাসান/আরএআর/পিআর