দেশজুড়ে

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে কিছু বাস ছেড়ে আসলেও দুপুর থেকে আর কোনো বাস জেলা থেকে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

Advertisement

মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, আন্তজেলার সকল রুটে টানা ৩৬ দিন বাস চলাচলের পর ৪৬ দিন বাস বন্ধ রাখতে হয়। এ সময় কোনো কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হয় শ্রমিকদের। বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দুইবার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি আমাদের। মালিকপক্ষ দাবি না মানায় বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।

এদিকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, শ্রমিকদের এ দাবি আগেও মানা হয়েছিল। পরবর্তীতে শ্রমিকরাই তা পরিবর্তন করেছে। মালিকদের সঙ্গে না বসেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে দাবি করেন তিনি।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উভয়পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

Advertisement

আসিফ ইকবাল/আরএআর/এমকেএইচ