সরকারি ব্যবস্থাপনায় প্রথম আট ফ্লাইটের ৩ হাজার ৩৩৪ জন হজযাত্রী বর্তমানে মদিনায় অবস্থায় করছেন। তারা সেখানে আট দিন অবস্থান করবেন। মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় ফিরে আসবেন।
Advertisement
এদিকে বুধবার (১০ জুলাই) সরকারি হজযাত্রীদের নবম ফ্লাইট (বিজি ৩১১৭) ৪৩২ জন হজযাত্রী নিয়ে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে বাসযোগে মক্কায় এসে পৌঁছালে বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর মুহাম্মাদ মাকসুদুর রহমান, মক্কাল মৌসুমী হজ অফিসার, কনসাল (হজ), প্রশাসনিক দল ও আইটি দলের সদস্যবৃন্দ সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান।
গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। গতকাল ১০ পর্যন্ত সর্বমোট ৩০ হাজার ৭৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৬৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৭ হাজার ৩ জন রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪২টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৩টিসহ মোট ৮৫টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।
Advertisement
এমইউ/এমএসএইচ/জেআইএম