আন্তর্জাতিক

হোয়াইট হাউসেই উঠবেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন ইমরান খান। এই সফরেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। ২২ জুলাই যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন ইমরান। শান্তি ও অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

Advertisement

এদিকে ইমরানের এই সফরের আগেই তিনি সেখানে গিয়ে কোথায় উঠবেন তা নিয়েই গুঞ্জন শুরু হয়ে গেছে। এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের কোন বিলাসবহুল হোটেলে না উঠে এর পরিবর্তে রাষ্ট্রদূতের বাসভবনে থাকার পরিকল্পনা করেছেন। অর্থ বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইমরান।

তবে এবার জানা গেল রাষ্ট্রদূতের বাসভবনে নয় বরং হোয়াইট হাউসেই উঠবেন এই পাক প্রধানমন্ত্রী। সেখানে তাকে আমন্ত্রণ জানাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার ট্রাম্পের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টিফেনি গ্রিশাম বলেন, দু'দেশের রাষ্ট্র প্রধানের বৈঠকে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে দু'দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেয়া হবে।

Advertisement

ইমরান খানের এই সফর পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে সন্ত্রাস ও জঙ্গিবাদকে কেন্দ্র করে কোনঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। অপরদিকে, ট্রাম্প এবং ইমরানের বৈঠকের দিকে নজর রাখবে নয়াদিল্লিও।

টিটিএন/জেআইএম