ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ নতুন প্যাকেটে ভরে বাজারজাত করার অপরাধে দুই ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ বাজার তদারকি টিমের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তাদেরকে এই জরিমানা করেন।
তিনি জানান, জেলার বিভিন্ন বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বুধবার কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ নতুন প্যাকেটে ভরে বিক্রি করার অপরাধে বিশ্বাস ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মুক্তি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/জেআইএম
Advertisement