এর আগে বেশ কয়েকবার ভূমিকম্প নিয়ে নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছেন ফ্রাঙ্ক হুগারবিটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে যে ভূমিকম্প হয়, সেটারও আগাম বার্তা ছিল তার। তাই এ বিষয়ে ফ্রাঙ্কের ভবিষ্যদ্বাণীকে গুরুত্ব সহকারে না নিয়ে উপায় নেই।
Advertisement
ফ্রাঙ্ক হুগারবিটস ঘোষণা দিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে শক্তিশালী ভূমিকম্প হবে। তবে ভূমিকম্প কোথায় আঘাত হানবে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি তিনি। ফ্রাঙ্কের মতে, ১১ জুলাইয়ের মধ্যে যেকোনো সময়, যেকোনো জায়গায় ভূমিকম্প হবে। তার সাইট ডিট্রেনাম-এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার বিষয়ে বার্তা দিয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা হবে আটের বেশি।
আরও পড়ুন > দুই হাতে চার বন্দুক, মদের বোতল নিয়ে ভাইরাল এমপি
সাধারণত রিখটার স্কেলে ৮ কম্পাঙ্ককে মেগা-ভূমিকম্প বলা হয়। নেদারল্যান্ডসের এই ভূমিকম্প বিশেষজ্ঞের ভবিষ্যদ্বাণী ঠিক হলে, নিশ্চিতভাবেই ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। আর এই মাত্রার ভূমিকম্প যেখানে আঘাত হানবে সেখানকার ক্ষতির পরিমাণও কম হবে না।
Advertisement
এমএসএইচ/জেআইএম